কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে না ২০২০ বিশ্বকাপ

২০০৭ বিশ্বকাপে বিশাল ঝামেলা পাকিয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। নিজ নিজ গ্রুপে ভারত ও পাকিস্তানকে টপকে দ্বিতীয় পর্বে চলে গিয়েছিল তারা। ফলে নিশ্চিত একটি ব্লকবাস্টার ম্যাচ পায়নি আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো সে ম্যাচের আগে-পরে টান টান উত্তেজনা আর সে ম্যাচকে পুঁজি করে ব্যবসা করে নেওয়া। ২০১১ সালের পর থেকেই আইসিসিকে হতাশ করেনি ভারত ও পাকিস্তান। আইসিসির যে কোনো প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে দেখা গেছে। তবে ২০২০ সাল আইসিসিকে হতাশ করতে পারে!

অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের সূচি মাত্র মিলতে শুরু করেছে। সে সূচিতেই দেখা গেছে, ২০১১ বিশ্বকাপের পর এই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ দেখার নিশ্চয়তা দিচ্ছে না আইসিসি। ২০০৭ এর পর ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। এবং দর্শক ও আইসিসিকে হতাশ করে দুই দল মুখোমুখি হতে পারেনি প্রতিযোগিতার পরের পর্যায়ে।

আরও পড়ুন>>> এক নজরে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

২০১১ বিশ্বকাপেও ভিন্ন দুই গ্রুপে পড়েছিল ভারত ও পাকিস্তান। দুই দল গ্রুপ পর্ব পার হয়ে ঠিকই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। কিন্তু এর পর আইসিসির সকল প্রতিযোগিতাতেই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে এ দুই দেশ। ২০১৯ বিশ্বকাপে তো কোনো গ্রুপই নেই, ফলে এ দুই দলের দেখা হওয়া নিশ্চিত।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সে সুযোগ নেই। কারণ, বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল পাকিস্তান, এরপরই আছে ভারত। ফলে দুই দলকে একই গ্রুপে ফেলার সুযোগ নেই। ফলে গ্রুপ পর্বে যদি যে কোনো এক দল বাদ যায় তবে ১০ বছর পর আবারও ভারত-পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচের টিকিট বিক্রি থেকে বঞ্চিত হবে আইসিসি।

আরও পড়ুন