কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় মাদক ব্যবসায়ি জয়নালের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

কুমিল্লায় জয়নাল হোসেন নামে এক মাদক ব্যবসায়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা নগরপাড় জয়নালের বাড়ি থেকে তিনটি বস্তায় ৩৫০ বোতল ফেনসিডিলসহ জয়নাল হোসেনকে আটক করে। পরে তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মো. শামছুল হক ২০১০ সালের ২৯ এপ্রিল মামলার চার্জশিট দেন। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষী রেকর্ড করা হয়।

আসামি জয়নাল পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালতে মামলার রায় ঘোষণা করেন বিচারক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি দীপক কুমার চৌধুরী।

আরও পড়ুন