কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

নাঙ্গলকোটে বসত ঘরে আগুন; ৫ লাখ টাকার ক্ষতি

ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউপির ঘোড়াময়দান গ্রামে একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঘরে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে মৃত. আলতাফ আলীর ছেলে হাজী আব্দুল মতিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় স্থানীয়রা জানায়, গভীর রাতে হাজী আব্দুল মতিনের বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

হাজী আআব্দুল মতিন নতুন কুমিল্লাকে বলেন, অগ্নিকান্ডে একটি ঘরের ৬টি কক্ষে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতে হতেপারে বলে তিনি ধারণা করছেন।

এ বিষয়ে জোড্ডা পশ্চিম ইউপির চেয়ারম্যান মাসুদ রানা নতুন কুমিল্লাকে জানান, আগুন লেগে বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন