কুমিল্লা
সোমবার,১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭
শিরোনাম:

নিউজিল্যান্ডে শহীদের জন্যে এপেক্স ক্লাব আয়োজনে কুমিল্লায় দোয়া অনুষ্ঠান

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে অাল নুর মসজিদসহ দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় শহীদদের জন্যে দোয়া এবং অাহতদের অারোগ্য লাভের উদ্দেশ্যে বিশেষ মোনাজান করা হয়।

রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার ছাতিপট্রি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া অনুষ্ঠানের অায়োজন করে এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি।

ক্লাবের সভাপতি এপে. জি এম সামদানীর সভাপতিত্বে দোয় অনুষ্ঠানে অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের অাইপিএনএডি, পিডিজি-৮ এপে. এনামুল হক মিলন। সিটি ক্লাবের সিনিয়র সহ সভাপতি এপে. অাব্বাস উদ্দিন, জুনিয়র সহ সভাপতি এপে. অারিফুল ইসলাম, সেক্রেটারি এপে. অাব্দুল হাই শরীফ, কোষাধ্যক্ষ এপে. কেফায়েত উল্লাহ্ মজুমদার, সেবা পরিচালক এপে. গিয়াস উদ্দিন সোহেল, ছাতিপট্রি মাদ্রাসার সম্মিনিত শিক্ষক হাফেজ মাওলানা এনামুল হক, কবির হোসেন, একরাম হোসেন, অারিফ বাঙ্গালী প্রমুখ।

আরও পড়ুন