কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় সমরাস্ত্র প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত

কুমিল্লায় শুরু হয়েছে “সমরাস্ত্র প্রদর্শণী-২০১৯”। ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে আশ্রাফপুর পুরাতন বিমান বন্দরে এই সমরাস্ত্র প্রদর্শণীর উদ্বোধন করেন কুমিল্লা ময়নামতি সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার আহাম্মদ তাবরেজ শামস্ চৌধুরী।

উদ্বোধন কালে স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার নাহিদ, ১০১ বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার আতিকুর রহমান, কর্নেল ষ্টাফ কর্ণেল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর, বেপজার জিএম হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাধার মানুষের জন্য উন্মুক্ত এই প্রদর্শণীটি ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। প্রদর্শণীতে সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র, সরঞ্জাম ছাড়াও বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডের পরিচিতি বিষয়ক স্টল রয়েছে।

আরও পড়ুন