কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

চৌদ্দগ্রামে র‌্যাবে অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবে একটি বিশেষ অভিযানে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়া ছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আলম, তার ছেলে নোমান, চট্টগ্রামের লোহাগড়া থানার পদুয়া এলাকার মৃত ছালেহ আহাম্মদের ছেলে আইয়ুব আলী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সোমবার (২৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সিপিও আবুল কালাম আজাদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মহাসড়কের উজিরপুর ইউনিয়নের চাঁন্দশ্রী এলাকা থেকে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪ হাজার ৮’শ ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আলম, নোমান ও আইয়ুব আলীকে আটক করে।

আরও পড়ুন