কুমিল্লা
শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ পৌষ, ১৪৩২ | ২০ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালামাল এতিমখানায় দান

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও সড়কের পাশে অবৈধ দোকান এবং বাজারের যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ।

বুধবার (১৫ মে) দুপুরে জেলার বুড়িচং উপজেলা সদর বাজারে এ অভিযানটি পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশে অবৈধ দোকানপাট বসে ব্যবসা বাণিজ্য করতে কিছু অসাধু ব্যবসায়িরা। অভিযোগ প্রেক্ষিতে উচ্ছেদ ও মালামাল জব্দ, সড়কের যানজট নিরসনে এবং দ্রব্যের মেয়াদ উর্ত্তীণ তারিখ ও মূল্য তালিকা না থাকাতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মালামালের মধ্যে আম, লিচু, পেয়াজ, সেভেন আপ ও জুসসহ বিভিন্ন মালামাল জব্দ করে সাথে সাথে এতিমখানায় বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন