আনন্দঘন পরিবেশের মধ্যদিকে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার বার্ষিক সাধারণ সভা ২০১৯ গত ২০জুন সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি। সভায় সাংগঠনিক,গঠনতন্ত্রের ধারা উপধারা বিষয়ক , বার্ষিক সাধারণ নির্বাচন প্রসঙ্গ ও বিবিধ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি তার বার্ষিক কর্মকান্ডের রিপোর্ট পেশ করেন। সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক,
সাবেক সভাপতি, সহযোগী সদস্য ও সিটিভি নিউজ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস, সাবেক সভাপতি ও দেশ টিভির প্রতিনিধি এম ফিরোজ মিয়া, সাবেক সভাপতি,বাংলাভিশন টিভির প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, সহ সভাপতি আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক এন টিভির প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টিভির প্রতিনিধি মোঃ খালেদ সাইফুল্লাহ,
সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, অর্থ সম্পাদক ও জি টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, এশিয়ান টিভির প্রতিনিধি সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, প্রচার ও ক্রীড়া সম্পাদক ও চ্যানেল নাইন এর প্রতিনিধি তারকুল ইসলাম শিবলী,দপ্তর সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি তানভীর খন্দকার দিপু,মাছরাঙা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল,
মাই টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রনি, মোহনা টিভির প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু, এস এ টিভির প্রতিনিধি আবু মুসা, ডিবিসি টিভির প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, বাংলা টিভির প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা।
সভা পরিচালনা করেন একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক।





