কুমিল্লায় অর্ধশত পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. সুজন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুন) দুপুরে বুড়িচং উপজেলার লোহাইমূরী এলাকায় অভিযান চালিয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির তাকে আটক করে।
আটক মো. সুজন মিয়া উপজেলার বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহীন কাদির নতুন কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমুল ইউনিয়নের কুমিল্লা-বাগড়া সড়কের লোহাইমূরী আইড়া ভাঙ্গা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই মোঃ শাহীন কাদির জানান।





