কুমিল্লা
শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ পৌষ, ১৪৩২ | ২০ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে কুহিনুর আক্তার (৩২) নামে এক গ্রহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একটি বড়ই গাছ থেকে দেবপুর ফাঁড়ি পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

নিহত কুহিনুর আক্তার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত সুলতান আহাম্মদের মেয়ে এবং বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহিন কাদীর এ তথ্য নিশ্চিত করে নতুন কুমিল্লা.কম-কে জানান, কুহিনুর আক্তার বেশ কিছুদিন যাবত মানষিক রোগে ভূগছিলো। তিনি বাবার বাড়িতে থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন।

রোববার রাতে বাবার বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পরে। সোমবার সকালে প্রতিবেশী আমির হোসেন ঘরের সামনে বড়ই গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন