কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

সাড়ে ৪ বছর পর কুবির নজরুল হল ছাত্রলীগের কমিটি

দীর্ঘ সাড়ে ৪বছর পর ২য় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বাংলা ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইনকে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আশিক আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২ সদস্যের কমিটি গঠনের বিষয়টি জানা যায়।

কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাজমুল হাসান পলাশ, মেহরাব হোসেন শোভন, ফখরুদ্দিন পারভেজ, অমিত ভৌমিক, জাহিদুল ইসলাম, ইমাম হোসেন রুবেল। যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত ফয়েজ, সাদ ইবনে সাইদ, মাহমুদুর রহমান, আহসানুল হক শিপন, নিজাম উদ্দিন নিরব।

সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হৃদয়, রুহুল আমিন হৃদয়, মহী উদ্দিন বাবর। প্রচার সম্পাদক কৃত্তি অনিমেষ, দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর কাজী নজরুল ইসলাম হলে প্রথম কমিটি দেওয়া হয়। বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন