কুমিল্লা
শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ পৌষ, ১৪৩২ | ২০ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় অনুপ্রবেশের ধায়ে ভারতীয় তিন নাগরিক আটক

কুমিল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ধায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) বিকেলে জেলার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা আঙুলখোড় সেরাজুল হক মেম্বারের বাড়ীর পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের দক্ষিণ ত্রিপুরার রাজনগর থানার ঘোষখামার ভিল পাড়ার মৃত যোগেন্দ্র ভিলের ছেলে দুলাল (২৬) ভিল, মৃত শ্রীদাম ভিলের ছেলে চন্দন ভিল (৪০) মৃত যীতেন্দ্র সফর মিয়ার ছেলে ঠাকুর চাদ সফর (৩৫)।

নাঙ্গলকোট থানার সেকেন্ড অফিসার মো. ফরিদ নতুন কুমিল্লা.কম-কে জানান, চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় তিন নাগরিক নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা আঙুলখোড় সেরাজুল হক মেম্বারের বাড়ীর পৌছলে স্থানীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অবৈধ অনুপ্রবেশের ধায়ে আটক ভারতীয় তিন নাগরিকের নামে মামলা করা হয়েছে বলে সেকেন্ড অফিসার মো. ফরিদ জানান।

আরও পড়ুন