কুমিল্লার বুড়িচংয়ে মৎস খামারে অবৈধ বিদুৎ সংযোগে স্পৃষ্ঠ হয়ে ইসমাইল হোসেন বানা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুলাই) বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের ভারিকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, উপজেলার মোকাম ইউনিয়নের ভারিকোটা গ্রামের হত্যা মামলার আসামী মোহন মিয়া মেম্বার দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় তাঁর মালিকানাধীন মৎস খামারটি বন্ধ অবস্থায় থাকে। সম্প্রতি সময়ে মোহন মিয়ার নির্দেশে পাশ্ববর্তী লোধন গ্রামের জনৈক সুলতান আহাম্মদ বন্ধ মৎস খামারটিকে চালু করে। মৎস খামারটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় পাশ্ববর্তী এক মসজিদ থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
বুধবার সকালে খামারটিতে দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করার জন্য শ্রমিক হিসেবে পাশ্ববর্তী শিকারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আমিনুদ্দিনের ছেলে ইসমাইল হোসেন বানা কাজে আনে সুলতান আহাম্মদ। সকাল থেকে খমারের বিভিন্ন কাজ করে বৃদ্ধ ইসমাইল হোসেন।
বিকেল ৫ টায় ওই এলাকার নান্নু মিয়ার স্ত্রী জেসমিন আক্তার খামারের মধ্যে থাকা একটি মেশিন ঘরের পাশ দিয়ে যওয়ার সময় ইসমাইল হোসেনের দেহ মাটিতে পরে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। এসময় ইসমাইল হোসেনের দেহে বিদ্যুতের তার জড়িয়ে থাকতে দেখে মসজিদে গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে স্থানীয়রা।
নিহতের স্ত্রী জরিনা বেগম জানান, লোক মূখে সংবাদ পেয়ে মৎস খামারের মেশিন ঘরে গিয়ে আমার স্বামীর মৃতদেহ দেখতে পাই। আমার স্বামীর পিঠের ডান পাশেসহ শরীরের বিভিন্ন স্থানে কালচে চামড়া ছিলা পোড়া ছিল।
এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিন কাদির নতুন কুমিল্লা.কম-কে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।





