কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় আদালতের এজলাসে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকার্য চলাকালীন সময়ে বিচারকের সামনে এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনেই এ ঘটনা ঘটে।

নিহত ও ঘাতক মামাতো ফুফাতো ভাই এবং দু’জনই  হত্যা মামলার আসামি এবং ওই মামলায় আজ আদালতে হাজিরা দিতে আসেন।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে জানান, দুপুর ১২ টার দিকে দায়রা জজ ৩য় আদালতে জেলার মনোহরগঞ্জের একটি হত্যা মামলার শুনানি চলাকালে আসামি হাসান অপর আসামি ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় ফারুককে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিহত ফারুক কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে। ঘাতক হাসানের বাড়িও একই এলাকায়। ঘটনার পর হাসানকে আটক করা হয়েছে।

আরও পড়ুন