কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.জীবন হোসেন (৩০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন>>>কুমিল্লায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও পশ্চিম পাড়া এলাকার অাবিদ হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের মৃত কেফায়েত উল্লাহ অাঠিয়ার ছেলে।
আরও পড়ুন>>> কণ্ঠশিল্পী আসিফের মামলার তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর
মনোহরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে নতুন কুমিল্লা.কমকে জানান, ইলেকট্রিশিয়ান জীবন বৃহস্পতিবার সকালে মান্দারগাঁও পশ্চিম পাড়া এলাকার অাবিদ হোসেনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যায়। এসময় বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন>>> চৌদ্দগ্রামে বর্ডার হাটের স্থান পরিদর্শনে বাংলাদেশ-ভারতের প্রতিনিধি দল





