কুমিল্লা
শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ পৌষ, ১৪৩২ | ২০ রজব, ১৪৪৭
শিরোনাম:

৯৯৯ সংবাদে নাঙ্গলকোটে ডোভা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

জাতীয় জরুরী সেবা ৯৯৯ সংবাদের মাধ্যমে কুমিল্লা নাঙ্গলকোটে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া স্থানে একটি ডোভা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো.আশ্রাফুল ইসলাম জানান, লুধুয়া গ্রামের পশ্চিম পাশে হাবিবুর রহমানের জমিতে (অনুমানিক ১ ফুট পানির নিচে) অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে স্থানীয় হাফেজ ওসমান নামের এক ব্যক্তি ৯৯৯ এ সংবাদ দেয়। পরে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত আশ্রাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করাসহ মৃত্যুর কারন জানতে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

আরও পড়ুন