চলমান বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতায় ঘর বন্ধী হয়ে পড়ে সকল শ্রেণীর মানুষ। তাই কর্মহীন, হতদরিদ্র ও অসহায়দের বাড়িতে বাড়িতে রাতের আধারে রোজার ইফতার উপহার পৌঁছে দিচ্ছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া পশ্চিম পাড়া যুব সমাজ সংগঠনের নামে এক দল তরুণ।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় যুবকদের উদ্যোগে প্রবাসী ও সমাজপতিদের অর্থয়ানে হিয়াজোড়া গ্রামের প্রায় ২শত পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপহার সামগ্রীতে রয়েছে, মুড়ি, ছোলা, তৈল, ডাল, আলু, পেয়াজ ও খেজুর।
আব্দুর রাজ্জাক নবীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, হাজ্বী আবু তাহের মিয়াজি, হাজী ওহাব মিয়াজী, ইয়াছিন মজুমদার, চায়না প্রাবাসী রাকিবুল ইসলাম, আহসানুল করিম শামিম ও আব্দুস সোবহান সোহাগ প্রমুখ।





