কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. শাহাজাহান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় গ্রামের বাসিন্দা।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
স্থানীরা জানান, কৃষক শাহাজাহান সকাল থেকে শ্রমিকদের সাথে নিজের জমির ধান কাটছিলেন। বিকেলে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ক্ষেতেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নেওয়া হয়।
এদিকে, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মরদেহ দেখতে আসেন।





