কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৫ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ৩৫২ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা জয় করে জেলার চান্দিনা ১, লাকসাম ১, মনোহরগঞ্জ ২, চৌদ্দগ্রাম ১ ও মুরাদনগর ১জন সহ মোট ৬ জন সুস্থ হয়েছে। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬০ জন।
মুরাদননগরে মারাগেছে ১জন। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।
তিনি জানান, নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে জেলার মুরাদনগর-৩১, কুমিল্লা সদর-০৫, চান্দিনা-০২, তিতাস-০২, দেবিদ্বার-০১, দাউদকান্দি-০১, ব্রাহ্মণপাড়া-০১ বুড়িচং-০১ ও মনোহরগঞ্জে-০১ একজন রয়েছেন।
ডা.নিয়াতুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৫ হাজার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৫ হাজার ১৮২ জনের।
এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। আর মোট মারা গেছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।





