কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুমিল্লায় ২৪ ঘন্টায় ১৩১ জনের করোনা সনাক্ত, ৭ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লায় কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না করোনা পরিস্থিতি। প্রতিদিনই জেলায় লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও।

জেলায় নতুন করে একদিনেই আরও ১৩১ জনের দেহে সনাক্ত হয়েছে করোনাভাইরাস। যার ৩৯ জনই কুমিল্লা নগরীর। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ৬০২ জনে দাঁড়িয়েছে।

এদিকে, প্রাণঘাতী করোনার ছোবলে জেলায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এবার একদিনেই নতুন করে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার মনোহরগঞ্জে ২ জন, বরুড়ায় ২ জন, দেবিদ্বারে ১ জন, বুড়িচংয়ে ১ জন ও চৌদ্দগ্রামের একজন রয়েছেন। মৃত ৭ জনের মধ্যে চৌদ্দগ্রাম ও বুড়িচংয়ের ওই দুইজন মারা গেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৭৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে, করোনা জয় করে জেলায় এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৩৩ জন, চৌদ্দগ্রামের ৬ জন ও দেবিদ্বারের ১১ জনসহ মোট ৫০ জন নতুন করে সুস্থ হয়েছেন।
শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৩৯জন, আদর্শ সদরে ৫, বরুড়া ৮, চৌদ্দগ্রামে ১২, মনোহরগঞ্জে ১৯, মুরাদনগরে ১, নাঙ্গলকোটে ২, সদর দক্ষিণে ৪, লালমাইতে ৪, বুড়িচংয়ে ১, চান্দিনায় ৯, হোমনায় ৫, দাউদকান্দিতে ১৮ ও তিতাসের ৪ জন রয়েছেন।

আর শনিবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ১৫ হাজার ৮২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫৭০ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ২ হাজার ৬০২ জনের।

আরও পড়ুন