কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

আব্দুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়নসার গ্রামের হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন এর উদ্যোগে, মরহুম হাজী আব্দুল খালেক এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে গ্রামের বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।

দোয়া ও আলোচনা সভায় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমেরিকান সিটিজেন মো: শাহ আলম এর ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নামতি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবু তাহের কন্ট্রাক্টর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল খন্দকার।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, ইন্সপেক্টর (অব.) সফিকুর রহমান, মোঃ শাহজাহান, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, ফজলুল হক লাকী, মাওলানা আব্দুস সাত্তার, হাজী আব্দুস সাত্তার, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ, বুড়িচং উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম, এডভোকেট বাবলু, মোস্তফা কামাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন, নারায়নসার প্রবাসী কল্যান সংস্থার কেন্দ্রীয় সভাপতি আমেরিকান সিটিজেন মো: অলি উল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রভাষক আব্দুল কাইয়ূম ও রিয়াজ উদ্দিন বাবলু।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শহিদুল্লাহ, রফিকুল ইসলাম মাস্টার, সফিকুল ইসলাম মনির, মো: দুলাল হোসেন, আলম মোল্লা
ও সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়ণসার ফ্রেন্ডস ক্লাবের সদস্যবৃন্দ, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে কোরআন খতম করে মরহুম হাজী আব্দুল খালেক এর জন্য দোয়ার আয়োজন করা হয়। সব শেষে তাবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য, গরীব অসহায়, দুস্থ, অসচ্ছল জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করা, অসুস্থ অসহায় ব্যাক্তিদের চিকিৎসা সহায়তা করা, গরীব অসহায়দের বিবাহের জন্য সহযোগিতা, রক্ত দান ও শিক্ষা খ্যাতে পিছিয়ে পড়া ব্যাক্তিদের পড়া-লেখায় আগ্রহী করে তাদের সহায়তা করা।

আরও পড়ুন