কুমিল্লা
শনিবার,১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার `বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে’ কুমিল্লা-৬ আসেনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ চান্দিনায় ‘মা’কে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শচীন দেববর্মনের জন্মভিটায় দুই দিনের মেলা, দাবি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের কুমিল্লা নগরে চোরের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা নোয়াখালীর শাওন ও চট্টগ্রামের মুরাদের ব্যতিক্রমী পদযাত্রা

অর্থ আত্মসাত মামলায় খালাস পেলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বেকসুর খালাস পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। একই সাথে ৫০ লাখ টাকা জরিমানার রায়ও বাতিল করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারক খসরুজ্জামানের একক বেঞ্চ বেকসুর খালাসের এই রায় প্রদান করেন। মামলাটির অপর আসামি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন মহাসচিব শাহ আলম চৌধুরীকে আগেই খালাস দেয়া হয়েছিলো।

ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক মো: আখতারুজ্জামানের আদালত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের ৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলো। একই সাথে তাকে ৫০ লাখ টাকা জরিমানার রায় প্রদান করা হয়।

এ ব্যাপারে এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম বলেন, ২০২৩ সালের ওই রায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত ডিজাইনের অংশ ছিলো। মামলাটি ছিলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমরা মামলা দায়েরের পর থেকেই বলে এসেছি এটি মিথ্যা মামলা।

১/১১ পরবর্তী সময়ে ফখরুদ্দীন-মঈনুদ্দিন সরকার ২০০৭ সালে অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় রেদোয়ান আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলার অপর দুই আসামি হলেন- মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী। পরে ২০২০ সালের ২০ আগস্ট রেদোয়ান ও শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

ড. রেদোয়ান আহমেদের আইনজীবী এস.এম শাহজাহান বলেন, দুদক তার এখতিয়ার বহির্ভূতভাবে ওই মামলাটি দায়ের করেছিলো। অর্থ আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ফলে মামলাটি ছিলো পরিপূর্ণ অপ্রাসঙ্গিক।

ড. রেদোয়ান আহমেদ নতুন কুমিল্লাকে বলেন, এক-এগারোর সরকার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছিলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রভাব খাটিয়ে তাদের নেতাকর্মীদের সকল মামলা প্রত্যাহার করে। কিন্তু বিরোধী পক্ষকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে আমাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো বহাল রাখে।

আরও পড়ুন