আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রথম পর্যায়ে ১০৮জনের তালিকা প্রকাশ করেছে। ওই তালিয়ে কুমিল্লা-৬ (আদর্শ সদর) সংসদীয় আসনে মিয়া মোহাম্মদ তৌফিকের নাম রয়েছে।
মিয়া মোহাম্মদ তৌফিক আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মিয়া মোহাম্মদ তৌফিক নতুন কুমিল্লাকে বলেন, স্কুল লাইফ থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তারুণ্য নির্ভর ও পরিবর্তনের রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। দীর্ঘদিন ধরে গদবাধা আর পরিবারতন্ত্রের রাজনীতি দেখে আসছি। কোন নতুনত্ব জাতি দেখেনি। আমার সংসদীয় আসনে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি আরও বলেন, ধান্দাবাজির রাজনীতি আমি বুঝি না। লুটপাটের রাজনীতি আমি বুঝি না। পরিবর্তনের জন্য শুধু ভোটারদের সহযোগিতা প্রয়োজন। আপনারা অনেক বড় বড় নেতা দেখেছেন। তাদের কাছ থেকে অনেক বড় আশার বানীর শুনেছেন। সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করেছে, সেটি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আমি আপনাদের সন্তান। কুমিল্লার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। সব সময় আপনাদেকে আমার আশে চাই।


 
            
                                                                     
				   
				   
				   
				   
				   
				   
				   
				  
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                            

