কুমিল্লা
শনিবার,১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭
শিরোনাম:
মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার `বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে’ কুমিল্লা-৬ আসেনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ চান্দিনায় ‘মা’কে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শচীন দেববর্মনের জন্মভিটায় দুই দিনের মেলা, দাবি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের কুমিল্লা নগরে চোরের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা নোয়াখালীর শাওন ও চট্টগ্রামের মুরাদের ব্যতিক্রমী পদযাত্রা

কুবিতে হল সংসদ নির্বাচন:

অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় তারা ‘অনাবাসিক প্রার্থীতা- মানি না, মানবো না’, ‘রেসিডেন্ট না অ্যালোটম্যান্ট- রেসিডেন্ট, রেসিডেন্ট’, ‘হলের ভোটার হলে হলে- হল কেন বাহিরে যাবে’, ‘প্রশাসনের প্রহসন- মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আজহারুল রহমান বলেন, ‘প্রশাসন একটি খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসন মিস করেছে তা হলো হল সংসদ নির্বাচনে প্রার্থী এবং ভোটার উভয়কেই অবশ্যই আবাসিক হতে হবে। হলের সাধারণ সমস্যাগুলো যারা হলে থাকে, কেবল তারাই জানে। বাইরে থেকে যারা প্রার্থী বা ভোটার হন, তারা হলের ভেতরের প্রকৃত সমস্যা কোথায়, সে সম্পর্কে অবগত নন। তাই প্রশাসনের প্রতি আহ্বান থাকবে শুধু আবাসিক শিক্ষার্থীরাই যেন হল সংসদে ভোটার এবং প্রার্থী হতে পারে।’

কাজী নজরুল হলের আবাসিক শিক্ষার্থী মো. এমরান বলেন, ‘খসড়া প্রকাশের পূর্বে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি, আমাদের যে হল সংসদ আছে সেখানে শুধু আবাসিক শিক্ষার্থীরাই প্রার্থী এবং ভোটার হতে পারবে। কিন্তু, আমরা দেখেছি বারবার তাদের অবগত করার পরেও আজকে যে খসড়া প্রকাশ করা হয়েছে সেখানে এ বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ আবাসিক অনাবাসিক সকলে ভোট প্রদান করতে পারবে। আমরা বলতে চাই- আপনারা শিক্ষার্থীদের কোন মন্তব্যকে মূল্যায়ন না করে নিজেদের মনগড়া খসড়া প্রকাশ করেছেন। যারা হলের বাইরে আছে তারা হলের সমস্যা কীভাবে জানবে? প্রশাসনের এই অযৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তন করে আবাসিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।’

কাজী নজরুল ইসলাম হলের আরেক আবাসিক শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, ‘হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এক নয়। কেন্দ্রীয় সংসদে সবাই ভোট দিলেও, হল সংসদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার শুধু আবাসিক শিক্ষার্থীদেরই থাকা উচিত। অনাবাসিকদের অন্তর্ভুক্ত করা হলে তা হলের প্রার্থীদের দায় তৈরি করবে এবং অতিরিক্ত ভোট কাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হবে। এটি হল সংসদ, কেন্দ্রীয় সংসদ নয়–তাই এখানে আবাসিকদের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল (২৯ অক্টোবর) কুকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়।

আরও পড়ুন