কুমিল্লা
সোমবার,৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ডা. তাহেরের আসনে বিএনপির নবীন প্রার্থী কামরুল

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কামরুল হুদা। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীন প্রার্থী কামরুল হুদা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।

কামরুল হুদা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি। এই প্রথম তিনি সংদীয় আসনে মনোনয়ন পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জামায়াতের ঘাটিতে বিএনপির নবীন প্রার্থীর পার হয়ে আসা কঠিন। এখানে ১৯৯৬সালের সংসদ ছাড়া আর কখনও বিএনপির প্রার্থী বিজয়ী হয়নি। তবে এখানে আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছে। এটি বিএনপি ও জামায়াতের জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন