কুমিল্লা
মঙ্গলবার,৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ কার্তিক, ১৪৩২ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লা-৯ আসন:

সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের মেয়ে সামিরা আজিমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষুব্ধ হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা সড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা এলাকায় তারা সড়ক অবরোধ করেন।

এসময় নেতা-কর্মী ও সমর্থক রাস্তায় শুয়ে পড়েন। দোলাকে কুমিল্লা-৯ আসনে সর্বাধিক জনপ্রিয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মনোনয়ন পরিবর্তন করে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এরআগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণাকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিম ২৫ বছর যাবত এ আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনকে নেতৃত্ব দিয়ে আগলে রেখেছেন। ব্যক্তিগত সততা ও জনপ্রিয়তায় তিনি বরাবরই এগিয়ে ছিলেন।

২০০৮ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও বিএনপি’র কতিপয় নেতা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে মাত্র ২৫৮ ভোটে তাকে পরাজিত করেছিলেন। তাদের অভিযোগ, যিনি ২০০৮ সালের নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করেছিলেন তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা জানান। দ্রুত মনোনয়ন পরিবর্তন করে সামিরা আজিম দোলাকে মনোনয়ন দেওয়ার জন্য তারা জোর দাবি জানান।

সড়ক অবরোধকালে বিএনপি নেতা জসিম উদ্দিন, হাজী আমির হোসেন, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল মমিন, গোলাম মাওলা, শ্রমিক দল নেতা শওকত আলম সেলিম, যুবদল নেতা মনির হোসেন, জাহিদুল ইসলাম, এরশাদ হোসেন, খসরু, ওমর ফারুক জিসানসহ বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন