কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারীর হাতপাখা প্রতীকের পক্ষে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের চৌধুরী বাজারে গণ-সংযোগ করা হয়েছে ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চৌধুরী বাজারে তারা এই গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ক্বারী আব্দুল ওহাব, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কাদের সুমন, জগন্নাথদিঘী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল হাই সুমন মিয়াজী, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়জুল করিম, জগনাথদিঘী ইউনিয়ন শ্রমিক আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, জগন্নাথদীঘি ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফোরকান মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



