কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

নগরীতে ৪ ঘন্টাব্যাপি মাদকবিরোধী অভিযান: মাদকসহ আটক দুই

নগনীর মাদকের আস্তানা শাসনগাছা, পালপাড়া, বালুতুপা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এসময় শাসনগাছা এলাকা থেকে ১২ মামলার আসামি মাদক ব্যবসায়ী পাখি এবং ৫ মামলার আসামি হিজরা সুমনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান গাঁজা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে মাদক ব্যবসায়ী পাখি পালানোর উদ্দেশ্যে পালপাড়া ব্রিজ থেকে গোমতি নদীতে লাফ দিয়ে পড়ে। গ্রেফতার করার জন্য পানিতে নেমে পুলিশ তাকে আটক করে।

অপরদিকে জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা মাদক সম্রাজ্ঞী বানুর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এদিকে মাদক ব্যবসায়ীদের ধরতে নগরীর বিভিন্ন জায়গায় সাদা পোশাকে নজরদারী রেখেছে ডিবি পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে ডিবির ওসি নাছির উদ্দিন, কোতয়ালি থানার ওসি আবু সালাম মিয়াসহ পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেন।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নগরীর শাসনগাছা, পালপাড়া, বালুতুপা মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। এসময় পাখি ও হিজড়া সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা, ফেন্সিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ অভিযান চলবে।

আরও পড়ুন