কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

চৌদ্দগ্রামে জুতা কারখানায় আগুনের তীব্রতা বাড়ছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামে একটি জুতা কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৩ টা ২০ বাতিসা ইউনিয়নের নানকরাস্থ জুতার কারাখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়ছে।

তবে কি কারণে আগুনে সূত্রপাত্র হয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।পরবর্তীতে ফেনী থেকে আসা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ পরিচালক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কি কারণে আগুন লেগেছে এবং কত টাকা ক্ষতি হয়েছে তা আগুন নিয়ন্ত্রণ ছাড়া বলা যাচ্ছে না। ৬ তলাতে আগুন লাগার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন