কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

বিনা দোষে ১০ বছর কারাভোগ শেষে ফিরলেন বাদল

বাদল ফরাজী।

বিনাদোষে দীর্ঘ ১০ বছর কারাবাসের পর দেশে ফেরত আনা হয়েছে বাদল ফরাজীকে। জেট এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গত ২০০৮ সালের ৬ মে ভারতে নয়াদিল্লির অমর কলোনির এক বৃদ্ধা খুনের মামলায় বাদল সিং নামের এক আসামিকে খুঁজছিল ভারতের পুলিশ। ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ‘ভুল করে’ বাদল ফরাজীকে গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

ভারতের বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, খুনের দায়ে বাদল ফরাজীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ২০১৫ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টেও একই সাজা বহাল থাকে।

ঘটনা জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুরক্ষা বিভাগে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। বাদলের নির্দোষ হওয়ার বিষয়টি জানার পর গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক করে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

পরে গত ২২ এপ্রিল ভারতে আনুষ্ঠানিক আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

(নতুন কুমিল্লা/এবি/এসকে/০৭ জুলাই ২০১৮)

আরও পড়ুন