কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

দেবিদ্বারে আ’লীগের কর্মী সভায় :

নৌকাকে বিজয়ী করতে তৃণমূল নেতা কর্মীদের কাজ করতে হবে

দেবিদ্বার উপজেলা গুণাইঘর উ: ইউনিয়ন আ'লীগের কর্মী সভায় প্রধান অতিথির সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা। ছবি: নতুন কুমিল্লা

আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের উন্নয়নের জন্য, শেখ হাসিনার সরকার এদেশের উন্নয়ন দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন। বিএনপি জামায়াতের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি। বাড়িঘর ভাঙচুর করেছে, আমাকে এলাকা ছাড়া করেছে।

শুধু জননেত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকাকে ধরে রেখেছি। যতদিন বাঁচবো নৌকার বৈঠা ধরেই বাঁচবো। শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে বাঁচবো। ক্ষমতা চাই না শুধু মানুষের হৃদয়ে বাঁচতে চাই।

শনিবার বিকালে দেবিদ্বার উপজেলা গুণাইঘর উ: ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার এসব কথা বলেন।

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, মন্ত্রী ও সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে এবিএম গোলাম মোস্তফা বলেন, শেখ হাসিনা পরিস্কার করে বলে দিয়েছেন, যারা আগামী নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবে তাদেরকেই নৌকার মনোনয়ন দেওয়া হবে। আমরা প্রধানমন্ত্রীর এমন ঘোষণাকে সাধুবাদ জানাই।

সাবেক জিএস গুণাইঘর উ: ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকবল হোসেন মুকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক রাসেলের পরিচালনায় গুনাইঘর আলিম মাদরাসা মাঠে আয়োজিত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন উ: জেলা আওয়ামীলীগরে সহসভাপতি অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ,

এডভোকেট নিজামুল হক, বীর মুক্তিযোদ্ধ ও সাবেক সচিব ফজলুল করিম, উ: জেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক একেএম সফিকুল ইসলাম ভিপি কামাল, সদস্য লুৎফুর রহমান বাবুল, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হুমনায়ুন কবীর প্রমুখ।

(নতুন কুমিল্লা/এমইইউ/এসএম/০৮ জুলাইল ২০১৮)

আরও পড়ুন