কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ

সদর দক্ষিণে যুব মহিলা লীগের কর্মী সমাবেশ

বিজয়পুর ইউনিয়ন যুব মহিলা লীগের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। ছবি: নতুন কুমিল্লা

সদর দক্ষিণের ১নং বিজয়পুর ইউনিয়ন যুব মহিলা লীগের কর্মী সমাবেশ রবিবার (১৫ জুলাই) বিকেলে বিজয়পুর মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার,বিজয়পুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা,বিজয়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান আহমেদ। জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাছিমা আক্তার পুতুল এর সভাপতিত্বে কর্মী সমাবেশে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহিরুল হক, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি,আওয়ামীলীগ নেতা হাজী আঃ মমিন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনোয়ারা বেগম সাকী।

এ সময় মহিন মেম্বার,জলিল মেম্বার, হানিফ মেম্বার,যুবলীগ নেতা জহিরুল ইসলাম স্বপন,মোবারক,আলমগীর হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিটন, সাধারণ সম্পাদক জাকারিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিতি মজুমদার। কর্মী সমাবেশে সালমা আক্তার কে সভাপতি ও উম্মে হাবিবা বিথী কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বিজয়পুর ইউনিয়ন যুব মহিলা লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

(নতুন কুমিল্লা/এসএ/এইচএমডিএইচ/১৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন