কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

চৌদ্দগ্রামে আটক যুবকদের ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড ও মুচলেকা

যৌন হয়রানির দায়ে সাজাপ্রাপ্ত আবদুর রাহিম, শরীফ ও সাইফুল ইসলাম। ছবি: নতুন কুমিল্লা

চৌদ্দগ্রামে ছাত্রীদের যৌন হয়রানির দায়ে আটক তিন যুবককে অর্থদণ্ড ও মুচলেকা নিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপন দেবনাথের আদালতের তিন জনকে হাজির করা হলে প্রত্যেককে অার্থিক জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দের খিল গ্রামের হুমায়ুনের ছেলে আবদুর রাহিম (১৮), পূর্ব চাঁন্দিশকরা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. শরীফ (১৭) ও লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (১৭)।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইনজামামুল হক নতুন কুমিল্লাকে জানান, দির্ঘদিন ধরে আটক তিন যুবক নজমিয়া মাদ্রাসার কয়েক জনক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছে। ছাত্রীরা বিষয়টি শিক্ষকদের জানালে বখাটে যুবকরা শিক্ষকদের উল্টো গালমন্দকরে। মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতো আবারো তারা ছাত্রীদের যৌন হয়রানি করার সময় ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয়রা তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বুধবার দুপুরে এদের তিন জনকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপন দেবনাথের আদালতে হাজির করা হলে হাজির করা হলে যৌন হয়রানির দায়ে আবদুর রাহিমকে ১০ হাজার, মো. শরীফকে ১০ হাজার এবং সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও আগামীতে এ ধরণের কোন অপরাধ করবেনা মর্মে মুচলেকা নিয়ে তিন জনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

(নতুন কুমিল্লা/কেএম/এসআই/১৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন…

যৌন হয়রানির অভিযোগে চৌদ্দগ্রামে তিন যুবককে পুলিশে সোপর্দ

আরও পড়ুন