চৌদ্দগ্রামের শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈমের পিতা মৌলভী আমির হোসেন ভুঁইয়া গতকাল মঙ্গলবার রাতে ঢাকার গ্রীণলাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকার ইস্কাটনের গাউসনগর এলাকায় প্রথম ও বাদ আছর চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(নতুন কুমিল্লা/এএফ/এমএসএ/১৮ জুলাই ২০১৮)





