কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

নাঙ্গলকোটে দলিল লেখক গিয়াস উদ্দিনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত দলিল লেখক গিয়াস উদ্দিন। ছবি: নতুন কুমিল্লা

ঘুষ গ্রহণের অভিযোগে নাঙ্গলকোটে গিয়াস উদ্দিন নামে এক দলিল লেখককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান। বুধবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিসে এই ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন মক্রবপুর ইউপির তুলাগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ভূমি অফিস সূত্র জানায়, তুলাগাঁও (বালিয়াপুর) গ্রামের রবিউল হকের ছেলে সৌদি আরব প্রবাসী নুরুল আেমের কাছ থেকে ৪৯ শতক জমি খারিজ করার নামে ১৮ মাস পূর্বে দলিল লেখক গিয়াস উদ্দিন ১৮ হাজার টাকা নেন। খারিজ হবে-হচ্ছে বলে প্রায় ১৮ মাস পার করে। কাজের কাজ কিছুই হয়না।

এতে প্রবাসী নুরুল আলমের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। এক পর্যায়ে তিনি মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহি অফিসার দাউদ হোসেন চৌধুরীর নিকট লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার উপজেলা সহকারি কমিশনার ভূমি আক্তারুজ্জামান এ ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত দলিল লেখক গিয়াস উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

(নতুন কুমিল্লা/কেএম/এমডিএম/১৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন