কুমিল্লা
শুক্রবার,১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২ মাঘ, ১৪৩২ | ২৬ রজব, ১৪৪৭
শিরোনাম:

বুড়িচংয়ে ভূয়া নেভী অফিসার আটক করেছে পুলিশ

আটক ভূয়া নেভী নাজমুল হোসেন সোহেল। ছবি: নতুন কুমিল্লা

বুড়িচংয়ে নাজমুল হোসেন সোহেল (৪৩) নামে এক ভূয়া নেভী অফিসারকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুলাই) আদালতের মাধ্যে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটক নাজমুল হোসেন সোহেল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ গোয়ালবন্দ কাশিপুর গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরন চাকমা নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের কুমিল্লা-বাগড়া পাকা সড়কের হিন্দুরী ব্রীজ এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে এক ওয়াকিটকি হ্যান্ড সেট ও এন্টিনাযুক্ত ওয়ারল্যাস সেট জব্দ করা হয়। এসময় সে নিজেকে নেভী অফিসার পরিচয় দিলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এসআই পুষ্প বরন চাকমা জানান।

(নতুন কুমিল্লা/জেপি/কেএইচএম/ ২৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন