কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লায় গ্রাম্য শালিসে প্রবাসীর স্ত্রীকে নির্যাতন

কুমিল্লার লালমাই উপজেলার মনোহরপুর গ্রামে সালিশ দরবারে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

গ্রামের মাতবর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে কাতার প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী শিরিন আক্তারের ওপর এ নির্যাতন চালানো হয়।

এদিকে মঙ্গলবার রাতের এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মান্নান মাস্টারের ছেলে জাকারিয়া ও তার স্ত্রী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারকে মারধর করেন।

মারধরের ঘটনায় শিরিন আক্তার আইনি ব্যবস্থা নিতে চাইলে গ্রাম্য মাতব্বররা তাকে বাধা দেন। সম্প্রতি সালিশে বিষয়টি ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে শিরিন আক্তারের বিরুদ্ধে মন্নান মাস্টারের আরেক ছেলে কিবরিয়ার সঙ্গে পরকিয়ার অভিযোগ তোলা হয়।

এ অভিযোগের ভিত্তিতে শিরিনের ওপর দুলা মিয়া চেয়ারম্যানের ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে ভয়াবহ নির্যাতন চালান সেলিমসহ ওই গ্রামের মাতবররা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত বলেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সদর দক্ষিণ মডেল থানার ওসিকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ নতুন কুমিল্লাকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন