কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

যুব অলিম্পিক হকিতে কানাডাকে হারিয়েছে বাংলাদেশ

যুব অলিম্পিকে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ‘বি’ পুলের প্রাথমিক রাউন্ডে কানাডাকে ৫-২ গোলে হারিয়েছে আরশাদ হোসেনরা। এর আগে ইভেন্টের প্রথম ৩ ম্যাচে হেরেছিল বাংলাদেশের যুবারা।

এদিন ম্যাচে ৩ মিনিটের মাথায় অধিনায়ক রোয়ান চাইল্ডসের গোলে এগিয়ে যায় কানাডা। কিন্তু তার ৫ মিনিটের মধ্যে দলকে সমতায় ফেরান শফিউল আলম। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়।

দ্বিতীয়ার্ধে ফিরেই গোল উৎসবে মাতে বাংলাদেশ। মাত্র ৫ মিনিটের মধ্যে ৪ গোল করে তারা। বিরতির ১২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন হাসান মোহাম্মদ। পরের মিনিটে সোহানুর সবুজের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১তে। তার ৩ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন শফিউল। আর তার মিনিট খানেক পরই কানাডার জালে পঞ্চম গোল করেন অধিনায়ক আরশাদ। এর দুই মিনিট পর অবশ্য আরো একটি গোল শোধ করে কানাডা। গোলটি করেছেন গঙ্গা সিং।

এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে ১০-০ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-৩ গোলে হারের পর অস্ট্রিয়ার কাছে হারে ৩-০ গোলে।

বৃহস্পতিবার ‘বি’ পুলের পঞ্চম ও শেষ ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন