আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন রেলপথমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাংসদ মুজিবুল হক। রবিবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, যুবলীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।





