কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী কাল, থাকছে নানা আয়োজন

আগামীকাল (৬ ডিসেম্বর) ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(কুবিসাস)। ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনটিকে ঘিরে নানা কর্মসূচী হাতে নিয়েছে সংগঠনটি।

কুবিসাস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হবে। শোভাযাত্রা শেষে কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এরপর প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সমিতির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।

এছাড়াও এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তে থাকছে খেলাধুলার বিশেষ আয়োজন। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে অনলাইন মিডিয়া বনাম প্রিন্ট মিডিয়ার মধ্যকার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে পাঁচটায় ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বনাম সাংবাদিক সমিতির মধ্যকার প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সমিতির সভাপতি মো. মতিউর রহমান বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সাংবাদিক সমিতি গঠনমূলক সংবাদ পরিবেশন করে আসছে।’ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে।’

আরও পড়ুন