কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সোলেমান মিয়া (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। রিববার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিনের খালাসি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোলেমান একই ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজ মিয়া নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
তিনি জানান, সোলেমান মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজারে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে খালাসি মসজিদ এলাকায় যাত্রীবাহী একটি বাস তার মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোলেমান নিহত হন। তিনি চৌদ্দগ্রাম বাজারের সওদাগর মার্কেটের চমক ফ্যাশনের মালিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।





