কুমিল্লা জেলায় এ বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫ হাজার ৭শ ৪৩ জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ৩শ ৬৫ জন ও মেয়ে ৮ হাজার ৩শ ৭৮ জন। পাশের হার ৯৮.১০%।
কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে এ বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪টি উপজেলা শতভাগ্য সাফল্য অর্জন করেছে। উপজেলাগুলো হলো বরুড়া, মেঘনা, তিতাস ও লালমাই। সর্বনিম্ন পাশের হার হোমনা উপজেলার। এ উপজেলার পাশের হার ৯৫.৬৮%।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
ইতবেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর কুমিল্লা জেলা থেকে জিপিএ ৫ পেয়েছে ৪শ ৭৩ জন। এর মধ্যে বালক ২শ ১১ জন ও বালিকা ২শ ৬২ জন। বালকের চেয়ে বেশি জিপিএ অর্জন করেছে ৫১ জন বালিকা। অকৃতকার্য হয়েছে ২শ ৯৯ জন। এরমধ্যে বালক ১শ ৬০ ও বালিকা ১শ ৩৯ জন।





