কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

লাকসামে নৌকায় ভোট চেয়ে ব্যবসায়ী সংগঠনের প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাকসামে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নৌকায় ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন। গত কয়েকদিন ধরে লাকসামের পণ্যভিত্তিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন অলি-গলি ও মার্কেটে প্রচারণাকালে নৌকায় ভোট চেয়ে হ্যান্ডমাইকিং ও লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েসের নেতৃত্বে নোয়াখালী রোড, ব্যাংক রোড, কাপড়িয়াপট্টি,  নোহারীপট্টি, গোলবাজার, ধানবাজার, বাচ্চু ম্যানশনসহ পৌর শহরের বিভিন্ন মার্কেট ও অলিগলিতে গণসংযোগ করেন। গণসংযোগাকালে কুমিল্লা-৯ আসনে ৩ বারের এমপি মোঃ তাজুল ইসলামের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

এছাড়াও লাকসাম দোকান মালিক সমিতি, জুয়েলারি সমিতি, কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ইলেকট্রিক সমিতি, হকার্স মার্কেট সমিতি, কাপড় ও গার্মেন্ট সমিতি, মুদি-মনোহরি সমিতি, লৌহজাত সমিতির নেতৃবৃন্দ গণসংযোগ করেন।

আরও পড়ুন