কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৮ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ভাল ফলাফল, শতভাগ উপস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম মনিরুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল মালেক, বিদ্যালয়ের দাতা সদস্য বশিরুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা, অভিবাভক ও ছাত্র-ছাত্রীগণ।






