কুমিল্লা
শনিবার,১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় উপকুল ট্রেনে কাটায়পড়ে নিহত এক

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে সোলাইমান (৩৯) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে সড়কের উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং সংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ অংশের ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সোলাইমান মাঠে ফসলি জমি দেখে ফেরার পথে পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং সংলগ্ন এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ সকাল সাড়ে ১০টায় নিহতের লাশ উদ্ধার করে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিসবাহুল আলম চৌধুরী নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে জানান, নিহত সোলাইমানের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন