কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় বিদেশী পিস্তল ও গুলিসহ একজন আটক

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিদেশী একটি পিস্তল ও গুলিসহ মোঃ সুরুজ মিয়া (৩৯) নামের একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ জানুয়ারি) ভোর উপজেলার গাছবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ মিয়া শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চৌদ্দগ্রামের শুভপুরের গাছবাড়িয়া এলাকায় বুধবার ভোরে র‌্যাবের একটি টিম টহল দিচ্ছিল। এ সময় সড়কে সুরুজ মিয়াকে দেখে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্রনিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উপ-পরিদর্শক সাদেকুর রহমান জানান।

আরও পড়ুন