কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

অধিনায়ক সরফরাজকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দেলো ফেহলুখায়োকে ‘কালো’ বলে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। যদিও কথাটি তিনি বলেছিলেন উর্দুতে। কিন্তু স্ট্যাম্প মাইক্রোফোনে সেটি ধরা পড়ায় ভীষণ সমালোচিত হচ্ছেন পাকিস্তানি অধিনায়ক।

বর্ণবাদী আচরণের জন্য সবাই সরফরাজকে দোষারূপ করছেন। পরে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। তারপরও হয়তো পার পাবেন না, আইসিসি ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

ব্যাপারটা আইসিসির হাতে ছেড়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। তবে তাদের দলের পক্ষ থেকে সরফরাজকে ক্ষমা করা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডু প্লেসিস।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রোটিয়া অধিনায়ক সরফরাজের ওই ঘটনা নিয়ে বলেন, ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। কারণ তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষমা চেয়েছেন এবং এই ঘটনার দায়ও স্বীকার করেছেন। তবে এটা এখন আমাদের হাতে নেই। আইসিসি বিষয়টা দেখছে।’

বিশ্বের অনেক জায়গায়ই বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিষয়গুলো খুব বড় করে দেখা হয়। কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গদের জন্য দলে আলাদা কোটাও আছে প্রোটিয়াদের।

ডু প্লেসিস মনে করিয়ে দিলেন, তাদের দেশে বর্ণবাদী কোনো মন্তব্য করার আগে বিশেষ সতর্কতাই রাখতে হয় সবার। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘যখন আপনি দক্ষিণ আফ্রিকায় আসবেন, বর্ণবাদী যে কোনো মন্তব্যের জন্য খুব সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত, তিনি (সরফরাজ) এটা বলতে চাননি। তবে দল হিসেবে আমরা এই বিষয়টিকে হালকাভাবে নেই না। কিন্তু যেহেতু তিনি সরাসরি ক্ষমা চেয়েছেন, বলা যায় তার পক্ষ থেকে অনুশোচনা হয়ে গেছে।’

আরও পড়ুন