কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

এপেক্স’র সম্মেলনে যোগদিতে দিনাজপুরে কুমিল্লা সিটির ১৫ সদস্য

অান্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৪৩ তম জাতীয় সম্মেলন ২৫ ও ২৬ জানুয়ারি দিনাজপুরের বিজিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে এপেক্স ক্লাবস্ অব অস্ট্রেলিয়া, এপেক্স ক্লাবস্ অব মালয়েশিয়া, এপেক্স ক্লাবস্ অব সিঙ্গাপুর ও এপেক্স ক্লাবস্ অব ভারতের নেতৃবৃন্দ ও বাংলাদেশের বিভিন্ন ক্লাব থেকে প্রায় কয়েক হাজার ক্লাব নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ অংশ নিবেন।

এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ক্লাব ও জেলা ৮ এর ৭১নং ক্লাব এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির ১৫ সদস্যও এ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিনাজপুরের উদ্দ্যেশে কুমিল্লা ছেড়েছেন।

১৫ সদস্যের মধ্যে রয়েছেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এ্যাকশান ডিরেক্টর, কুমিল্লা সিটি ক্লাবের সাবেক সভাপতি, অাইপিডিজি-৮ এপে. মোহাম্মদ এনামুল হক মিলন, সিটি ক্লাব সভাপতি এপে. জি এম সামদানী, সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. অাব্দুল্লাহ্ অাল মাহমুদ, পিপি এপে. অাব্দুস সালাম অাহমেদ, পিপি এপে. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এপে. অাব্বাস উদ্দিন, জুনিয়র সহ সভাপতি এপে. অারিফুল ইসলাম, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. অাব্দুল হাই শরীফ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. কেফায়েত উল্লাহ্ মজুমদার, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশান ডিরেক্টার এপে. এড. অারিফুজ্জামান, প্রো. এপে. সিরাজুল ইসলাম, প্রো. এপে. কায়সার প্রমুখ।

আরও পড়ুন