কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

উপজেলা নির্বাচন-২১০৯ :

লাকসামে আ.লীগের চুড়ান্ত প্রার্থী ইউনুছ ভুইয়া-মহব্বত আলী ও রাশিদা

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে উপজেলা আওয়ামীলীগ কার্যলায়ে আ.লীগ ও অঙ্গসংঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দলের একক প্রাথী নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করে। এতে চেয়ারম্যান পদে লাকসাম উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছ ভুইয়া, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগমের নাম একক প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে নাম ঘোষনা করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দীন, প্রবীর সাহা, সেচ্চা সেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন শামীম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম,

ছাত্রলীগ সভাপতি সিহাব খাঁন, আওয়ামী লীগের মহিলা সম্পাদিক মনোয়ারা সুলতান মুন্নি, উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম রতন, ইউপি চেয়ারম্যান, আলী আহমেদ, রহুল আমীন, আবুল হোসেন, মোঃ শহিদুল ইসলাম শাহিন প্রমুখ। নাম ঘোষনা ও মিষ্টি বিতরন শেষে দলীয় নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন প্রার্থীরা।

আরও পড়ুন