কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুবিতে জামালপুর ছাত্র সংসদের নবীন বরণ ও কমিটি ঘোষণা

জামালপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “জামালপুর জেলা ছাত্র সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবীন বরণ ও বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে অতিথিদের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মোঃ মামুনুর রাশীদকে সভাপতি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মোঃ মঞ্জুরুল ইসলাম মিঠুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জাানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই নবীন বরণ ও বিদায়ি সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনটির আহ্বায়ক মেহদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শুভ ব্রত সাহা, কুমিল্লার দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগরামার মাসুদুল হাসান, টেকনিকেল ট্রেনিং সেন্টারের উপাধ্যক্ষ মোবারক হোসেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতেই ২৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন